আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন—আজ রাত ১১টার দিকে প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘গুম প্রতিরোধ অধ্যাদেশ’-এর গেজেট নোটিফিকেশন। তার কয়েকদিন আগেই বিচার বিভাগকে আরও স্বাধীন ও কার্যকর করার লক্ষ্যে জারি হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’। আসন্ন কয়েক দিনের মধ্যেই মানবাধিকার কমিশন আইনের আরেকটি সংশোধনীও গেজেট আকারে প্রকাশ পেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য তুলে ধরেন অধ্যাপক নজরুল। স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন—বিচার বিভাগীয় সংস্কারের যে বড় লক্ষ্য নিয়ে তারা কাজ করছিলেন, তার প্রায় ৯০ শতাংশই ইতোমধ্যে বাস্তবায়নের পথে। পাশাপাশি, পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার অধ্যাদেশ দ্রুত চূড়ান্ত করার কাজও এগিয়ে চলছে।
তার প্রত্যাশা—পরবর্তী নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সঙ্গে এই সংস্কারমুখী আইনগুলোর বাস্তবায়ন অব্যাহত রাখলে আগামী দিনের বাংলাদেশ আরও মানবাধিকারসম্মত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।











