স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ১০নং দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজমতপুর (চকপাড়া) গ্রামের গুরুত্বপূর্ণ একটি সরকারি রাস্তা পুনঃসংস্কারকে কেন্দ্র করে প্রকৃত নকশা বহির্ভূত কাজের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য দাপুনিয়া সরকারি পুকুরপাড় বাজার থেকে কাজী বাড়ী হয়ে তৈয়ব আলী সরকার বাড়ীর ভেতর দিয়ে আজমতপুর বাজার পর্যন্ত দীর্ঘদিন ধরে একটি কাঁচা রাস্তা রয়েছে। ২০০৩-২০০৪ সালে রাস্তাটিতে সংস্কার কাজ শুরু হলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাধা সৃষ্টি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে সরকারি নকশা অনুযায়ী রাস্তার কাজ সম্পন্ন করেন।
এলাকাবাসীর অভিযোগ, পরবর্তীতে রাস্তার পাশের কিছু ব্যক্তি রাস্তা কৃষি কাজে ব্যবহার শুরু করেন এবং এক পর্যায়ে রাস্তার মাঝখানে বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করেন। বাধ্য হয়ে স্থানীয় মানুষজন ব্যক্তিমালিকানাধীন জমি (আজমতপুর মৌজা দাগ নং ৩১০২) দিয়ে চলাফেরা করতে থাকেন।
সম্প্রতি রাস্তা পাকা করার কাজ শুরু হলে আবারও সমস্যার সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি নকশা উপেক্ষা করে নিজের সুবিধামতো ব্যক্তিমালিকানাধীন বাড়িঘর ক্ষতি করে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এতে প্রকৃত রাস্তা ও সরকারি নকশা থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমতাবস্থায়, এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে সরকারি নকশা/ম্যাপ অনুযায়ী রাস্তা পাকা ও পুনঃসংস্কার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, “রাস্তা জনস্বার্থে জরুরি হলেও কিছু ব্যক্তি নকশা বহির্ভূতভাবে কাজ এগিয়ে নেওয়ার পায়তারা করছে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।”
স্থানীয়রা আশা করছেন জেলা প্রশাসক দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।











